ভাষা কাকে বলে? ভাষার বৈশিষ্ট্য ও অংশ
ভাষা কাকে বলে?
মানুষের যোগাযোগের সহজাত মাধ্যম বা বাহনই হল ভাষা। ভাষার সংজ্ঞায়ন করতে হলে, যে সংজ্ঞাটি সবার প্রথমে মাথায় আসে; তা হল, মানুষের বাকযন্ত্র থেকে উৎপন্ন এবং ভাবপ্রকাশে সক্ষম অর্থবোধক ধ্বনিকে বলা হয় ভাষা।
তবে ভাষা শুধুমাত্র মৌখিক কোন বিষয় নয়, বরং লিখিত শব্দ (letters), অঙ্গভঙ্গিও ভাষা হিসেবে কাজ করে। অর্থাৎ, ভাষা হল অঙ্গভঙ্গি, মৌখিক শব্দ বা লিখিত শব্দের মাধ্যমে যোগাযোগের একটি প্রতীকী মাধ্যম, যা কিনা অর্থ প্রকাশে সক্ষম।
ভাষার বৈশিষ্ট্য:
- যে কোন ধ্বনি বা শব্দ মাত্রই ভাষা নয়; বরং, শুধুমাত্র বোধগম্য ধ্বনি বা শব্দই হল ভাষার মূল।
- ভাষা অবশ্যই অর্থপূর্ণ হবে।
- পরস্পরের ভাবের আদান-প্রদানের মাধ্যম।
- ভাষা বক্তব্যের অন্তর্গত রূপকে প্রকাশ করে।
- ভাষা মানুষের স্বভাব, সভ্যতা এবং সংস্কৃতিকে প্রকাশ করে।
- একটি বিশেষ সম্প্রদায়, জাতি বা গোষ্ঠীর মধ্যে প্রচলিত ও ব্যবহৃত ভাব প্রকাশের মাধ্যম হিসেবে একটি ভাষা ব্যবহৃত হয়ে থাকে।
- মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি হল ভাষা।
- ভাষা হল মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি।
- ধ্বনি, শব্দ, পদ ও বাক্যের বাহ্যিক ও আভ্যন্তরিণ গাঠনিক পর্যায়কে রক্ষাকারী শ্রেষ্ঠ মাধ্যম হল ভাষা।
- দেশ, কাল ও পরিবেশভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে।
ভাষার মূল অংশ:
পৃথিবীর যেকোন ভাষাকে বিশ্লেষণ করা হলে মৌলিক উপাদান হিসেবে মূলত ৪ টি অংশ পাওয়া যায়। এরা হল-
- ধ্বনি (sound)
- শব্দ (word)
- বাক্য (sentence)
- অর্থ (meaning)
ধ্বনি হল ভাষার সবচেয়ে মৌলিক বা মূল উপাদান। ধ্বনি, মূলত ভাষার মৌখিকরূপ প্রকাশক উপাদান, আর এই মৌখিক উপাদানের লিখিত চিহ্নই বা symbol হল বর্ণ।
একাধিক ধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় শব্দ। তবে একাধিক শব্দকে ব্যকরনের নিয়ম মাফিক গঠন করা হলে তা থেকে উৎপন্ন হয় বাক্য এবং যা মূলত ভাব প্রকাশের ক্ষেত্রে ভাষা তৈরি করে, যা আমাদের কাছে মূলত অর্থ প্রকাশ করে থাকে।
বিশেষভাবে লক্ষ্যনীয়,
ভাষার মৌলিক উপাদান বা ক্ষুদ্রতম একক হল ধ্বনি বা বর্ণ; ভাষার মূল উপকরণ, একক বা বৃহত্তম একক হল বাক্য।
পৃথিবীতে বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা নির্ভূল্ভাবে ঠিক কতটি তার সঠিক কোন হিসাব নেই; তবে ভাষা বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবীতে বর্তমানে সাড়ে ৩ হাজারেরও বেশি ভাষা প্রচলিত আছে।
Grammar
Read More
- Tea Stall - Paragraph for HSC and SSC
- School Magazine - Paragraph for HSC and SSC
- Load Shedding - Paragraph for HSC and SSC
- National Flag - Paragraph for HSC & SSC
- Mobile Phone - Paragraph for HSC & SSC
- Digital Bangladesh - Paragraph for HSC and SSC
- Internet - Paragraph for HSC & SSC
- Diaspora - Paragraph for SSC and HSC
- Dengue Fever - Paragraph for SSC and HSC
- Adolescence - Paragraph for SSC & HSC