A School Library - Paragraph for SSC & HSC

  (5/5, 25 votes)

School library, একটি বিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য হয়ে থাকে। যা শিক্ষার্থীদেরকে মূল পাঠের সহায়ক শিক্ষা উপকরণ সরবরাহের পাশাপাশি আরো নানাবিধ জ্ঞান আহরণের সুযোগ করে দেয়। এছাড়াও একটি স্কুল লাইব্রেরি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে উল্লেখযোগ্য এবং সহায়ক ভূমিকা রাখে। 

একটি শিক্ষিত এবং জ্ঞান-ভিত্তিক সমাজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য school library এর বিকল্প নেই, কেননা শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস এবং জ্ঞান আহরণের প্রতি ভালোবাসা তৈরি করতে একটি স্কুল লাইব্রেরির অবদান অতুলনীয়। মূল পড়াশোনার বাইরেও যে কতো কিছু নিয়ে কতো কী জানার আছে, একজন শিক্ষার্থীর মাঝে সেই ভাবনার বীজ বপনের সূচনা হয় এই library বা পাঠাগারের কল্যানে।

স্কুল লাইব্রেরি বা পাঠাগার সংক্রান্ত paragraph লেখার জন্য কয়েকটি প্রাথমিক পর্যায়ের তথ্য জানা প্রয়োজন।

নিচে কিছু প্রশ্ন উল্লেখ করা হল, যেগুলোর সাহায্যে তথ্যগুলো খুঁজে বের করার চেষ্টা করা হল। সেসব তথ্যের সাহায্যে প্যারাগ্রাফটির মূল অংশের লেখা সম্পন্ন হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরগুলোর বাংলা করে দেয়া হল:  

Q1. What is a school library?

A library that is located within a school complex and provides students with a variety of educational materials. (স্কুল কমপ্লেক্সের মধ্যে অবস্থিত একটি লাইব্রেরি যা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ সরবরাহ করে থাকে।)

Q2. What is the importance of such a library on students?

It helps students to acquire the knowledge needed to assist their studies. ( পড়াশোনা সহায়ক জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করে থাকে।)

Q3. Where is it generally located?

It is normally located inside the school campus. (স্কুল লাইব্রেরি বা পাঠাগার সাধারণত স্কুল ক্যাম্পাসে অবস্থিত হয়ে থাকে।)

Q4. How are the books arranged?

The books are arranged on multiple shelves according to the catalog. (বইগুলো ক্যাটালগ অনুযায়ী একাধিক তাকে সাজানো থাকে।) 

Q5. Why are school libraries important for society?

To create a knowledge-based society, a school library can help the younger generation of society to grow intellectually. (জ্ঞান-ভিত্তিক একটি সমাজ গঠনের জন্য, একটি স্কুল লাইব্রেরি সমাজের তরুণ প্রজন্মকে বুদ্ধিবৃত্তিকভাবে বেড়ে উঠতে সাহায্য করতে পারে।)    

 

A school library

A library that is situated within a school complex and provides students with a wide range of educational resources is known as a school library. It is an essential component of any school. Without a library, no school is considered a complete educational institute. It gives students the knowledge that can help them with their studies. A school library generally occupies a large number of textbooks and reference books for various classes. It can also include storybooks, novels, poetry, fiction, and other works of literature. There are different shelves for books on various disciplines such as science, history, geography, economics, Bengali literature, English literature, philosophy, politics, religions, and many others. These vast numbers of books are arranged on the shelves in accordance with the catalog. A school library normally holds a relaxed, calm, and disciplined atmosphere. Students can benefit greatly from the library’s learning environment. A librarian oversees the library's learning environment and assists students in locating books on the shelves. He also lends out books to students for a certain period of time in exchange for a library card. Our school library is on the second floor of the school building, in a very large space. It is well-furnished, with numerous almirahs, desks, chairs, benches, pictures of famous persons, and maps. There are Thirty almirahs for holding books. During free time, many students visit the library to study magazines and books. A library can help individuals grow intellectually in order to create a knowledge-based society. A library is considered the beating heart of any academic institution. I'm glad to discover that our school has such an enriched library.

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2025 grammarbd.com All Rights Reserved.