Cognate Verb কাকে বলে?
বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম (object) যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বা সমধাতুজ কর্ম/ ধাত্বর্থক কর্মপদ বলা হয়।
অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে verb হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
Example:
- He slept a sound sleep. (sleep → slept; cognate verb )
- We fought a good fight. (fight → fought; cognate verb )
- She sang a song. (song → sang; cognate verb )
এসব সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্মপদ বাক্যস্থিত একটি মূল শব্দ থেকেই উৎপন্ন হয়ে বাক্যে verb এবং object হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
উক্ত উদাহরণের বাক্য গুলোতে মূলত slept, fought, sang পদগুলোর মূলশব্দ (root word)- sleep, fight, song থেকে উৎপন্ন হয়েছে।
- Sleep → slept; ঘুম → ঘুমিয়েছে
- Fight → fought; লড়াই → লড়েছি
- Song → sang; গান → গেয়েছে
Cognate Object কাকে বলে?
কিছু Intransitive verb বাক্যের verb টির অনুরূপ বা সমরূপ যে object গ্রহণ করে তাকে cognate object বোঝানো হয়ে থাকে।
অর্থাৎ, Intransitive verb যখন বাক্যের ক্রিয়াপদ বা verb থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই object টিকে cognate object বলা হয়।
Example:
- He slept a sound sleep.
- We fought a good fight.
- She sang a song.
উপরের উদাহরণ গুলোতে slept, fought, sang হলো cognate verb; এবং sleep, fight, song হলো cognate object.
Grammar
Read More
- Tea Stall - Paragraph for HSC and SSC
- School Magazine - Paragraph for HSC and SSC
- Load Shedding - Paragraph for HSC and SSC
- National Flag - Paragraph for HSC & SSC
- Mobile Phone - Paragraph for HSC & SSC
- Digital Bangladesh - Paragraph for HSC and SSC
- Internet - Paragraph for HSC & SSC
- Diaspora - Paragraph for SSC and HSC
- Dengue Fever - Paragraph for SSC and HSC
- Adolescence - Paragraph for SSC & HSC