Designation অর্থ কি? Role অনুযায়ী তালিকা

  (5/5, 2 votes)

Designation অর্থ পদবী, পদমর্যাদা, উপাধি, আখ্যা। কর্মক্ষেত্রে অর্পিত কাজের ধরণ এবং দায়িত্ব অনুযায়ী কোন ব্যক্তির পদমর্যাদাকে নির্দেশকারী অবস্থান। একটি পদবী বা পদমর্যাদা মূলত নির্দিষ্ট কোন কাজ সম্পন্ন করার ক্ষেত্রে একজন ব্যক্তির দক্ষতা এবং যোগ্যতাকে নির্দেশ করে থাকে। কাজের ক্ষেত্র বা সংস্থা ভেদে Designation এর তারতম্য দেখা যায়। 

আবার কিছু কিছু পদ নির্দিষ্ট ধরনের সার্টিফিকেশন এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকে। 

চাকুরির বিজ্ঞপ্তিতে সাধারণত কাজের পদমর্যাদা বা designation উল্লেখ করা হয়ে থাকে। যেগুলো মূলত চাকুরিতে আবেদনকারীদেরকে কিছু তথ্য সম্পর্কিত ধারণা দিয়ে থাকে।

  • কাজের দায়িত্ব এবং ধরণ
  • প্রয়োজনীয় যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা
  • কাজের স্তর এবং অবস্থান 

অধিকাংশ সংস্থা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেসব Designation থাকে, এমন একটি তালিকা নিচে উল্লেখ করা হল। 

Top-level role after the owner:

মালিক পক্ষের পর সর্বোচ্চ যে স্তরটি থাকে-

  • Managing Director 

Executive and top-level roles:

কার্যনির্বাহী-স্তরে নিম্নোক্ত পদ অন্তর্ভুক্ত থাকে-

  • Chief Executive Officer (CEO)
  • Chief Operating Officer (COO)
  • Chief Financial Officer (CFO) or Controller
  • Chief Marketing Officer (CMO)
  • Chief Technology Officer (CTO)
  • President
  • Vice President
  • Executive Assistant

Managerial roles:

সামগ্রিক ব্যবসায়িক কার্যকলাপ পরিচালনা এবং তদারকি করার জন্য ক্ষেত্র বিশেষ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপক ভূমিকা রয়েছে-

  • Marketing manager
  • Product manager
  • Project manager
  • Finance manager
  • Human resources manager 

Operational roles:

প্রতিদিনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য আবশ্যক এবং অপরিহার্য অবস্থানগুলি হল-

  • Marketing specialist
  • Business analyst
  • Human resource personnel
  • Accountant
  • Sales representative
  • Customer service representative
  • Administrative assistant

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.