Exclamatory Sentence কাকে বলে? Exclamatory Sentence এর গঠন
Exclamatory Sentence কাকে বলে?
যে সব বাক্যের সাহায্যে বিস্ময়সূচক আবেগের বহিঃপ্রকাশ ঘটে তাদেরকে Exclamatory sentence বা বিস্ময়সূচক বাক্য বলা হয়। এধরনের বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন (!) বসে।
বিস্ময়সূচক বাক্যও বিবৃতিমূলক বাক্যের (descriptive sentence) মত বিবৃতি প্রকাশ করে তবে সেই বিবৃতির মাধ্যমে জোরালো আবেগ প্রকাশ করা হয়ে থাকে।
Exclamatory sentence উদাহরণ:
- We won! (expresses happiness)
- You're adorable! (expresses love)
- I'm going to miss this place! (expresses sorrow)
- You’re late again! (expresses anger)
সাধারনত অনানুষ্ঠানিক লেখার (informal) ক্ষেত্রে বিস্ময়সূচক বাক্য ব্যবহৃত হয়ে থাকে; বিশেষত বিজ্ঞাপনে এধরনের বাক্য ব্যবহারের প্রচলন উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায়।
তবে Business writing বা formal writing এ এধরনের বাক্যের প্রয়োগ বর্জন করা হয়।
Exclamatory sentence এর গঠনঃ
What
What + Noun + etc + !
- What chaos they made!
What + Adjective + Noun + etc + !
- What a beautiful girl she is!
How
How + Adjective + etc + !
- How joyful it was!
How + Adverb + etc + !
- How rudely she behaved!
How + Subject + etc + !
- How she lied!
বিস্ময়সূচক বাক্যের শুরুতে অনেক সময় interjection ব্যবহার করা হয়। সাধারণত বাক্যে প্রকাশিত বক্তব্যের আবেগ বা অনুভূতিকে জোরালো করতে এই কাজটি করা হয়ে থাকে।
Example:
- Wow! That's amazing!
- Oh! What a miserable result!
এই sentence সংক্রান্ত আরো কিছু তথ্যঃ
- বিস্ময়সূচক বাক্য যে কোন tense এ প্রয়োগ করা যায়।
- সীমিতভাবে বিস্ময়সূচক বাক্য ব্যবহার করা উচিৎ; ব্যবহারের সময় কখনোই একাধিকবার বা পর পর ব্যবহার করা উচিৎ নয়।
- বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকা মানেই বিস্ময়সূচক বাক্য নয়।
- Shut the door! (Imperative sentence)
- Where's the man! (Interrogative sentence)
Grammar
Read More
- Tea Stall - Paragraph for HSC and SSC
- School Magazine - Paragraph for HSC and SSC
- Load Shedding - Paragraph for HSC and SSC
- National Flag - Paragraph for HSC & SSC
- Mobile Phone - Paragraph for HSC & SSC
- Digital Bangladesh - Paragraph for HSC and SSC
- Internet - Paragraph for HSC & SSC
- Diaspora - Paragraph for SSC and HSC
- Dengue Fever - Paragraph for SSC and HSC
- Adolescence - Paragraph for SSC & HSC