Expressing Normal and Extreme Situation with Examples

  (5/5, 19 votes)

কোনো অবস্থাকে Normal এবং Extreme পরিস্থিতিতে কীভাবে প্রকাশ করতে হয় সেটা অর্থসহ বাক্যে প্রয়োগ দেখানো হলো:

Normal Extreme
Hot (গরম) Boiling (ফুটন্ত)
Cold (ঠান্ডা) Freezing (ঠান্ডা)
Good (ভাল) Brilliant (মেধাবী)
Big (বড়) Gigantic (বৃহদাকার)
Bad (খারাপ) Awful (অত্যন্ত খারাপ)
Dirty (অপরিচ্ছন্ন) Filthy (নোংরা)
Tired (ক্লান্ত) Exhausted (ক্লান্ত)
Clean (পরিষ্কার) Spotless (নিষ্কলুষ)
Beautiful (সুন্দর) Gorgeous (চমত্কার)
Interesting (মজাদার) Fascinating (আকর্ষণীয়)

 

নীচে Expression-গুলো দিয়ে অর্থসহ Sentence Making দেখানো হয়েছে।

Normal


  •  Hot- I always like hot coffee.
    আমি সবসময় গরম কফি পছন্দ করি।
  • Cold- Please take your sweater with you because it is cold outside.
    (দয়া করে তোমার সাথে তোমার সোয়েটারটা নিয়ে নাও কারণ বাহিরে ঠান্ডা।
  • Good- You should watch the movie because it is good.
    (তোমার ছায়াছবিটা দেখা উচিত কারণ এটা ভালো।
  • Big- Jim pinned up the notice on the big board.
    (জিম বড় বোর্ডে নোটিসটা পিন দিয়ে আটকিয়ে দিলো।
  • Bad- Why are you in such a bad mood?
    তুমি এমন খারাপ মেজাজে আছো কেনো?
  • Dirty- Why have you kept your room so dirty?
    তুমি তোমার রুম এতো অপরিচ্ছন্ন রেখেছো কেনো?
  • Tired- I can’t go with you because I am so tired.
    আমি তোমার সাথে যেতে পারবো না কারণ আমি খুব ক্লান্ত।
  • Clean- I always keep my room clean.
    আমি সবসময় আমার রুম পরিষ্কার রাখি।
  • Beautiful- We were enjoying the beautiful sceneries of the mountain.
    (আমরা পর্বতের সুন্দর দৃশ্যাবলী উপভোগ করছিলাম।
  • Interesting- The book is interesting; you should read it.
    বইটি মজাদার; তোমার এটা পড়া উচিত।

 Extreme


  •  Boiling- The water is boiling, so don’t put your hand into it.
    পানিটা ফুটন্ত, তাই এর ভেতর তোমার হাত দিও না।
  • Freezing- I don’t want to go outside because it is freezing.
    আমি বাইরে যেতে চাইনা কারণ প্রচন্ড ঠান্ডা।
  • Brilliant- Alex is not only brilliant but also a good human being.
    এ্যালেক্স শুধু মেধাবীই নয় একজন ভালো মানুষও বটে।
  • Gigantic- We entered a gigantic hall.
    আমরা একটা বৃহদাকার হলে প্রবেশ করলাম।
  • Awful- The movie was awful.
    ছায়াছবিটা অত্যন্ত খারাপ ছিলো।
  • Filthy- The place was so filthy that we couldn’t stand there.
    জায়গাটা এতো নোংরা ছিলো যে আমরা সেখানে দাঁড়াতে পারলাম না।
  • Exhausted- We all were exhausted after the whole day’s hard work.
    সারাদিনের কঠোর পরিশ্রমের পর আমরা সবাই প্রচন্ড ক্লান্ত ছিলাম।
  • Spotless- Her character is spotless.
    তার চরিত্র নিষ্কলুষ।
  • Gorgeous- The dress was so gorgeous that everyone was looking at that.
    পোশাকটা এতো চমৎকার ছিলো যে সবাই সেটার দিকে তাকিয়েছিলো।
  • Fascinating- The blue color of the sari was so fascinating.
    শাড়ীটার নীল রংটা খুব আকর্ষণীয় ছিলো।
Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.