Expressing Time and Place with Examples

  (5/5, 48 votes)

Time এবং Place-এর expression-গুলোর অর্থসহ বাক্যে প্রয়োগ

Time Place
Presently (বর্তমানে) There (সেখানে)
At last (অবশেষে) Here (এখানে)
Finally (পরিশেষে) Beyond (নাগালের বাইরে)
Immediately (অবিলম্বে) Nearby (নিকটবর্তী)
Thereafter (তারপর) At that point (প্রান্তে)
At that time (সেই মুহূর্তে) Opposite to (বিপরীত)
Subsequently (পরবর্তীকালে) Adjacent to (নিকটে)
Eventually (অবশেষে) On the other side (অন্যদিকে)
Currently (এখন) On the front side (সামনের দিকে)
In the meantime (ইতিমধ্যে) On the back side (পিছনের দিকে)
In the past (অতীতে) In front of (সামনে)

 

নীচে Expression-গুলো দিয়ে অর্থসহ Sentence Making দেখানো হয়েছে।

Time:

  • Presently- I am presently very busy with my office tasks.
    (আমি বর্তমানে আমার অফিসের কাজ নিয়ে খুব ব্যস্ত আছি।)
  • At last- At last, we met him at the park.
    (অবশেষে, পার্কে তার সাথে আমাদের দেখা হলো।)
  • Finally- Finally he agreed to come here.
    (পরিশেষে সে এখানে আসতে রাজি হলো।)
  • Immediately- We should leave this place immediately.
    (অবিলম্বে আমাদের এই স্থানটি ত্যাগ করা উচিত।)
  • Thereafter- We had breakfast, and thereafter we went to visit the museum.
    (আমরা নাস্তা করলাম এবং তারপরে আমরা যাদুঘরটি দেখতে গেলাম।)
  • At that time- I was drinking coffee at that time.
    (আমি সেই মুহূর্তে কফি পান করছিলাম।)
  • Subsequently- Larry told that he won’t come here again, but subsequently he came.
    (ল্যারি বলেছিলো যে সে এখানে আর আসবেনা কিন্তু পরবর্তীকালে সে এসেছিলো।)
  • Eventually- We tried to open the lock several times and eventually it opened.
    (আমরা বহুবার তালাটা খুলতে চেষ্টা করলাম এবং অবশেষে এটা খুললো।)
  • Currently- Currently this product is not available.
    (এখন এই পণ্যটি পাওয়া যাচ্ছে না।)
  • In the meantime- Alex has reached there in the meantime.
    (এ্যালেক্স ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে।)
  • In the past- I didn’t come here in the past.
    (আমি অতীতে এখানে আসিনি।)

Place:

  • There- Have you ever been there?
    (তুমি কি কখনও সেখানে গিয়েছো?)
  • Here- Can you please request her to come here?
    (তুমি কি দয়া করে তাকে এখানে আসতে অনুরোধ করতে পারবে?)
  • Beyond- The branch of the tree was beyond our reach.
    (গাছটির শাখাটি আমাদের নাগালের বাইরে ছিলো।)
  • Nearby- You will get the product at your nearby shops.
    (তুমি পণ্যটি তোমার নিকটবর্তী দোকানগুলোতে পাবে।)
  • At that point- We lost our way at that point.
    (সে প্রান্তে গিয়ে আমরা পথ হারিয়ে ফেললাম।)
  • Opposite to- We were standing opposite to the school.
    (আমরা স্কুলটির বিপরীতে দাঁড়িয়েছিলাম।)
  • Adjacent- Nancy at a place adjacent to the mosque.
    (ন্যান্সি মসজিদের নিকটে একটা জায়গায় থাকে।)
  • On the other side- Harry lives on the other side of the town.
    (হ্যারি শহরের অন্যদিকে থাকে।)
  • On the front side- Jack lives on the front side of the building.
    (জ্যাক বিল্ডিংয়ের সামনের দিকে থাকে।)
  • On the back side- Jim lives on the back side of the building.
    (জিম বিল্ডিংয়ের পিছনের দিকে থাকে।)
  • In front of- I saw Aric in front of the school.
    (আমি এরিককে স্কুলটির সামনে দেখেছিলাম।
Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2025 grammarbd.com All Rights Reserved.