Expressing Time and Place with Examples
(5/5, 48 votes)
Time এবং Place-এর expression-গুলোর অর্থসহ বাক্যে প্রয়োগ
Time | Place |
Presently (বর্তমানে) | There (সেখানে) |
At last (অবশেষে) | Here (এখানে) |
Finally (পরিশেষে) | Beyond (নাগালের বাইরে) |
Immediately (অবিলম্বে) | Nearby (নিকটবর্তী) |
Thereafter (তারপর) | At that point (প্রান্তে) |
At that time (সেই মুহূর্তে) | Opposite to (বিপরীত) |
Subsequently (পরবর্তীকালে) | Adjacent to (নিকটে) |
Eventually (অবশেষে) | On the other side (অন্যদিকে) |
Currently (এখন) | On the front side (সামনের দিকে) |
In the meantime (ইতিমধ্যে) | On the back side (পিছনের দিকে) |
In the past (অতীতে) | In front of (সামনে) |
নীচে Expression-গুলো দিয়ে অর্থসহ Sentence Making দেখানো হয়েছে।
Time:
- Presently- I am presently very busy with my office tasks.
(আমি বর্তমানে আমার অফিসের কাজ নিয়ে খুব ব্যস্ত আছি।) - At last- At last, we met him at the park.
(অবশেষে, পার্কে তার সাথে আমাদের দেখা হলো।) - Finally- Finally he agreed to come here.
(পরিশেষে সে এখানে আসতে রাজি হলো।) - Immediately- We should leave this place immediately.
(অবিলম্বে আমাদের এই স্থানটি ত্যাগ করা উচিত।) - Thereafter- We had breakfast, and thereafter we went to visit the museum.
(আমরা নাস্তা করলাম এবং তারপরে আমরা যাদুঘরটি দেখতে গেলাম।) - At that time- I was drinking coffee at that time.
(আমি সেই মুহূর্তে কফি পান করছিলাম।) - Subsequently- Larry told that he won’t come here again, but subsequently he came.
(ল্যারি বলেছিলো যে সে এখানে আর আসবেনা কিন্তু পরবর্তীকালে সে এসেছিলো।) - Eventually- We tried to open the lock several times and eventually it opened.
(আমরা বহুবার তালাটা খুলতে চেষ্টা করলাম এবং অবশেষে এটা খুললো।) - Currently- Currently this product is not available.
(এখন এই পণ্যটি পাওয়া যাচ্ছে না।) - In the meantime- Alex has reached there in the meantime.
(এ্যালেক্স ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে।) - In the past- I didn’t come here in the past.
(আমি অতীতে এখানে আসিনি।)
Place:
- There- Have you ever been there?
(তুমি কি কখনও সেখানে গিয়েছো?) - Here- Can you please request her to come here?
(তুমি কি দয়া করে তাকে এখানে আসতে অনুরোধ করতে পারবে?) - Beyond- The branch of the tree was beyond our reach.
(গাছটির শাখাটি আমাদের নাগালের বাইরে ছিলো।) - Nearby- You will get the product at your nearby shops.
(তুমি পণ্যটি তোমার নিকটবর্তী দোকানগুলোতে পাবে।) - At that point- We lost our way at that point.
(সে প্রান্তে গিয়ে আমরা পথ হারিয়ে ফেললাম।) - Opposite to- We were standing opposite to the school.
(আমরা স্কুলটির বিপরীতে দাঁড়িয়েছিলাম।) - Adjacent- Nancy at a place adjacent to the mosque.
(ন্যান্সি মসজিদের নিকটে একটা জায়গায় থাকে।) - On the other side- Harry lives on the other side of the town.
(হ্যারি শহরের অন্যদিকে থাকে।) - On the front side- Jack lives on the front side of the building.
(জ্যাক বিল্ডিংয়ের সামনের দিকে থাকে।) - On the back side- Jim lives on the back side of the building.
(জিম বিল্ডিংয়ের পিছনের দিকে থাকে।) - In front of- I saw Aric in front of the school.
(আমি এরিককে স্কুলটির সামনে দেখেছিলাম।
Published By Grammar Hub
Grammar
Read More
- Tea Stall - Paragraph for HSC and SSC
- School Magazine - Paragraph for HSC and SSC
- Load Shedding - Paragraph for HSC and SSC
- National Flag - Paragraph for HSC & SSC
- Mobile Phone - Paragraph for HSC & SSC
- Digital Bangladesh - Paragraph for HSC and SSC
- Internet - Paragraph for HSC & SSC
- Diaspora - Paragraph for SSC and HSC
- Dengue Fever - Paragraph for SSC and HSC
- Adolescence - Paragraph for SSC & HSC