Finite Verb কাকে বলে?

  (5/5, 163 votes)

যে ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে সমাপিকা ক্রিয়া বা Finite verb বলা হয়। সমাপিকা ক্রিয়া tense, person, কিংবা number অনুসারে subject এর সঙ্গে agree করে এবং সে অনুসারেই পরিবর্তিত হয়ে থাকে।

Example:

  • I played football yesterday; He will play football tomorrow; (Tense অনুসারে পরিবর্তিত)
  • I play football every day; He plays football every day; They play football every day; (Person অনুসারে পরিবর্তিত)
  • The dog is white; The dogs are white (Number অনুসারে পরিবর্তিত) 

যদি কোন পূর্ণ অর্থ বা ভাব সম্পন্ন বাক্যে শুধুমাত্র একটি ক্রিয়াপদ থাকে, তবে ধরে নেয়া যায় সেটি অবশ্যই সমাপিকা ক্রিয়া। কারণ একটি বাক্যে অবস্থিত সমাপিকা ক্রিয়া, বাক্যের পূর্নাঙ্গ অর্থ প্রকাশ করতে সহায়তা করে, যার ফলে এটিকে অনেক সময়ই main verb বা মূল ক্রিয়াপদ বলা হয়ে থাকে।   

Finite verb এবং non-finite verb এর পার্থক্য

সমাপিকা ক্রিয়ার বৈসাদৃশ্যপূর্ণ ক্রিয়া হল অসমাপিকা ক্রিয়া। 

Finite verb Non-finite verb
বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়।
Tense, person, কিংবা number অনুসারে subject এর সঙ্গে agree করে। Tense, person, কিংবা number অনুসারে subject এর সঙ্গে agree করে না।
Tense, person, কিংবা number অনুসারে এই verb পরিবর্তিত হয়। Tense, person, কিংবা number অনুসারে এই verb পরিবর্তিত হয় না।

 Finite verb চেনার উপায়

একটি বাক্যস্থিত সমাপিকা ক্রিয়া চেনার সবচেয়ে ভালো উপায় হল, বাক্যের subject খুঁজে বের করা এবং tense নির্নয় করা। এ কাজটি করা হলে খুব সহজেই সমাপিকা ক্রিয়া চেনা সম্ভব হবে। এছাড়াও আরো নিশ্চিত হবার জন্য নিচে কয়েকটি উল্লেখযোগ্য বিষয় এর ব্যাপারে মিলিয়ে নেয়া যেতে পারে।

  • Word বা শব্দ টি Noun হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং শেষে -ing আছে; - Gerund.
  • Verb এর আগে to আছে; - infinitives (খুব সম্ভবত)
  • Adjective হিসেবে ব্যবহৃত হচ্ছে; - participle (খুব সম্ভবত)
  • Am, is, was, were, have, has এর মতো verb এর সাহায্যে tense তৈরি হয়; participle 

Example: She likes dancing and was attempting to try a newly learnt move.

উক্ত উদাহরণটি থেকে verb গুলো খুঁজে বের করা যাক:

  • Likes - a V [as it follows the subject ‘she’ and shows tense (present)]
  • Dancing - it is a gerund; a N.F.V [ verb+ing; functioning as a noun]
  • Was - a V [it follows subject and shows tense (past)]
  • Attempting - it is a participle; (past participle) a N.F.V [following ‘was’, but it doesn’t have any noun nor it shows the tense]
  • To try - it is an infinitive; a N.F.V [ to+ verb]
  • Learnt - it is a participle; (verb tense) a N.F.V [functioning like an adjective]

এছাড়াও can, could, may, might, must, ought to, shall, should, will, would এর মতো modal auxiliary verb গুলোও F.V হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। 

Example:

All can imagine whatever they like.

"can" = modal auxiliary verb; এবং F.V;

"imagine" = infinitive; a N.F.V; 

"like" = F.V ( subject "They" এর the present tense)

 

*** F.V = Finite Verb

*** N.F.V = Non-finite verb

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2025 grammarbd.com All Rights Reserved.