Intransitive Verb কাকে বলে? Intransitive Verb চেনার উপায়
Intransitive Verb কাকে বলে?
যে সব verb বা ক্রিয়ার কার্য সম্পাদনের জন্য subject ছাড়া অন্য কিছু বা অন্য কারো প্রয়োজন হয় না, অর্থাৎ বাক্যে object এর প্রয়োজন পড়ে না তাদেরকে intransitive verb বা অকর্মক ক্রিয়া বলা হয়। এই ক্রিয়ায় অর্থের পরিপূর্ণতার জন্য বাক্যে object এর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র subject থাকেলেই এসকল ক্রিয়া পদ বাক্যের অর্থকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম।
Example:
- The birds are flying. [flying - Intransitive verb; object নেই ]
- She was smiling. [smiling - Intransitive verb; object নেই ]
Intransitive verb এর বিপরীত verb হল transitive verb বা সকর্মক ক্রিয়া।
অকর্মক ক্রিয়া object ছাড়াও বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারলেও, সকর্মক ক্রিয়া বাক্যের অর্থের পরিপূর্ণতার জন্য object এর উপর নির্ভরশীল। Object ব্যাতীত transitive verb বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না।
- She told me a secret. [told - transitive verb; a secret - object]
- I gave her a book. [gave - transitive verb; a book - object]
Intransitive verb চেনার উপায়ঃ
যেহেতু object ব্যতীত এই verb বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেহেতু অকর্মক ক্রিয়ায় অবশ্যই object থাকবে না। বাক্যে ক্রিয়া পদের সাথে subject থাকে তবে object থাকে না।
বাক্যে যদি কোন object না থাকে এবং বাক্যের অর্থও পরিপূর্ণ হয় তবে verb টি অবশ্যই Intransitive verb হবে।
Example:
- The dog jumped.
- The old man is coughing.
১ম বাক্যটির verb - jumped; subject - The dog; object - অনুপস্থিত।
২য় বাক্যটিতে verb - is coughing; subject - The old man; object- অনুপস্থিত।
Object ছাড়াও উপরোক্ত দৃষ্টান্তের বাক্যগুলোর পরিপূর্ন অর্থের প্রকাশ পাচ্ছে, যার ফলে নিশ্চিত হওয়া যায়, বাক্যগুলোর ক্রিয়াপদ Intransitive verb।
Grammar
Read More
- Tea Stall - Paragraph for HSC and SSC
- School Magazine - Paragraph for HSC and SSC
- Load Shedding - Paragraph for HSC and SSC
- National Flag - Paragraph for HSC & SSC
- Mobile Phone - Paragraph for HSC & SSC
- Digital Bangladesh - Paragraph for HSC and SSC
- Internet - Paragraph for HSC & SSC
- Diaspora - Paragraph for SSC and HSC
- Dengue Fever - Paragraph for SSC and HSC
- Adolescence - Paragraph for SSC & HSC