Load Shedding - Paragraph for HSC and SSC
Load shedding বা বৈদ্যুতিক সরবরাহে বিঘ্নতা আমাদের দেশের অন্যতম পরিচিত এবং প্রধান একটি সমস্যা। যার পেছনে অন্যতম প্রধান কারণ হল পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে না পারা। এছাড়াও উৎপাদিত বিদ্যুতের যথাযথ সরবারাহে প্রাযুক্তিক ত্রুটি, বিদ্যুৎ ব্যবহারে মানুষের মাঝে সচেতনতার অভাব, অবৈধ সংযোগ ইত্যাদি।
এই সমস্যাটি বিগত ১০ বছরে অনেকটাই কমে আসলেও এখনো অবৈধ সংযোগ, সিস্টেম লস সহ নানা বিধ কারণে দেশের সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া সম্ভব হয় নি।
শহর বা মফস্বলের বাহিরে অধিকাংশ গ্রামে বিদ্যুতের লাইন পৌঁছে গেলেও দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়ে উঠে নি। এজন্য জনগনের মাঝে বিদ্যুৎ ব্যবহারে দায়িত্বজ্ঞান সম্পন্ন আচরণ, সরকারের উচিৎ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা, এ ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করা এবং এর পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের দিকে মনোনিবেশ করা,।
নিচের প্রশ্নগুলোর উত্তরের সাহায্যে Load shedding Paragraph টি লিখতে প্রয়োজনীয় তথ্য আমরা পেয়ে যাবো। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নের উত্তরগুলোকে বাংলায় দেয়া হল।
Q1. What is load shedding?
Temporary interruption of electric supply is called load shedding. (বৈদ্যুতিক সরবরাহে সাময়িক বিঘ্নতাকে লোডশেডিং বলে।)
Q2. Why does it occur?
It occurs mainly when the demand for electricity exceeds the power generation capacity. (উৎপাদনের তুলনায় বিদ্যুতের চাহিদা বেশি হলে লোডশেডিং এর ঘটনা ঘটে থাকে।)
Q3. What is the major reason causing this?
The lack of generation capacity in comparison to demand, irresponsible use of electricity, illegal connections, and system loss are the major reason behind load shedding. (চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতার অভাব, বিদ্যুত ব্যবহারে দায়িত্বজ্ঞানহীনতা, অবৈধ সংযোগ এবং সিস্টেম লস লোডশেডিংয়ের প্রধান কারণ।)
Q4. How does it impact socio-economical development?
Industrial production declines massively without the supply of power, commercial and official works also hinder. These things can directly impact the socio-economic development of a country. (বিদ্যুৎ সরবরাহ ছাড়া শিল্প উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়, বাণিজ্যিক ও দাপ্তরিক কাজও বাধাগ্রস্ত হয় যা একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরাসরি প্রভাব ফেলতে পারে।)
Q5. What can be done to better the situation?
Constructing sustainable and renewable energy-based power plants, taking strict actions against illegal power connections, and correcting the system loss can help better the situation greatly.
টেকসই এবং নবায়নযোগ্য শক্তি-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং সিস্টেম লস সংশোধন করা পরিস্থিতিকে আরও ভালো করতে সহায়তা করতে পারে।
Load-shedding
Load-shedding refers to the temporary interruption of electrical supplies on particular lines. It occurs for a variety of reasons. The main reason for load-shedding is a lack of generation capacity in comparison to demand. Another reason is the irresponsible use of electricity. Load shedding is also caused by an unauthorized power connection. It has a significant negative impact on our country's socio-economic growth. Production in mills and factories declines without the power they needed to give the optimum output. Fresh goods stored in the refrigerator often get spoiled. Load-shedding at night encourages individuals to engage in violent behavior. Not only that, but it also interferes with pupils' studies. Even hospital operations are halted as a result of it. In recent years, this problem has already seemed to decrease as more power plants have been built in the last decade. The added power to the national grid, usages of solar panels, replacing the tungsten bulbs with energy-saving lights on a mass scale, and the awareness among the people when using electricity has changed the scenario already. Still, authorities have the opportunity to better the situation by taking strict action against illegal power connections and correcting system loss. Load shedding, after all, has an economic impact on our country. As a result, it must be stopped. The government needs to take effective measures to address this issue. More sustainable and renewable energy-based power plants need to be built if it is necessary. Illegal connections and system loss should also be halted immediately for ensuring the supply of the available electricity to the maximum amount of houses possible in our country.
Grammar
Read More
- Tea Stall - Paragraph for HSC and SSC
- School Magazine - Paragraph for HSC and SSC
- Load Shedding - Paragraph for HSC and SSC
- National Flag - Paragraph for HSC & SSC
- Mobile Phone - Paragraph for HSC & SSC
- Digital Bangladesh - Paragraph for HSC and SSC
- Internet - Paragraph for HSC & SSC
- Diaspora - Paragraph for SSC and HSC
- Dengue Fever - Paragraph for SSC and HSC
- Adolescence - Paragraph for SSC & HSC