Negation and Double Negative কাকে বলে? Negation করার উপায়

  (5/5, 4 votes)

Negation কাকে বলে?

কোন বিষয় যে সত্য নয় তা ব্যক্ত করা প্রয়োজনীয় হয়ে পড়লে কোন না-বোধক শব্দ, phrase বা clause ব্যবহার করে তা করা যেতে পারে। আর এই নাবোধক শব্দ, phrase বা clause-গুলোকেই বলা হয় Negation

When it is necessary to state that a fact is not true, it can be done by using any negative words, phrases or clauses. Negation refers to these negative words, phrases or clauses.

Example:

যদি আপনি এটা ব্যক্ত করতে চান যে, এটা মিথ্যা যে, she is fine, আপনি এটা বলতে পারেন শুধুমাত্র একটি “not” ব্যবহার করে অর্থাৎ- She is not fine.(সে ভালো নেই)

Negation করার উপায়:

Negation বা না-বোধক করার বিভিন্ন উপায় আছে। নিচে এই উপায়গুলো উদাহরণসহ উল্লেখ করা হল:

⇒ আমরা নিম্নোক্ত না-বোধক শব্দগুলো Negation বা না-বোধক করতে ব্যবহার করে থাকি:

No, not, nothing, never, no one, none, nobody, nowhere, neither, neither….nor, not either, none of, not any etc.

Example:

  • I have no problem doing it. (আমার এটা করতে কোন সমস্যা নেই)
  • She is not in the class. ( সে ক্লাসে নেই)
  • I have never been to Jeba’s place.
  • I have nothing to do. Etc.

⇒ নিম্নোক্ত না-বোধক adjective বা adverb-গুলোও Negation বা না-বোধক করতে ব্যবহার হয়ে থাকে:

Little, few, a little, a few, hardly, barely, scarcely, roughly, rarely, seldom, etc.

Example:

  • She has a little money to buy it. (এটা কেনার জন্য তার খুব অল্প টাকা আছে।)
  • I have rarely been to Saira’s house. Etc.

⇒ বিভিন্ন prefix যেমন- Un, Im, Dis, De প্রভৃতি ব্যবহার করেও Negation বা না-বোধক করা যায়।

Example:

  • It is unnecessary to do this. (এটা করা অপ্রয়োজনীয়)
  • It is impossible to go there. ( সেখানে যাওয়া অসম্ভব)
  • Mamun disrespected the police.
  • I will consider it as Etc.

⇒ Negation বা না-বোধক করতে Suffixe-ও ব্যবহার করা হয়ে থাকে। যেমন: less.

Example:

  • She is fearless about this matter. ( সে এ ব্যাপারে নির্ভীক)
  • He is very careless.

Double Negative কাকে বলে?

যখন একটি বাক্যে দুটি না-বোধক শব্দ ব্যবহৃত হয় তখন Double negative তৈরী হয় । এটা ব্যাকরণগতভাবে শুদ্ধ নয়।

The double negative is created when two negative words are used together in a sentence. It is grammatically incorrect.

Example:

  • Smaira does not know nothing about the matter. = Samira knows something about the matter.

(সামিরা এ ব্যাপারে কিছু জানেনা, তা নয়।= সামিরা এ ব্যাপারে কিছু জানে।)

  • I do not want nothing. = I want something.

আপনি ওপরের উদাহরণগুলো থেকে দেখতে পাচ্ছেন যে, দুটো না-বোধক শব্দ একসাথে ব্যবহার করলে এটা একটা হ্যাঁবোধক অর্থ প্রকাশ করে। অন্য অনেক ভাষায় Double negative-এর ব্যবহার গ্রহণযোগ্য হলেও আধুনিক মানসম্পন্ন ইংরেজীতে এটা অগ্রহণযোগ্য কেবলমাত্র কিছু অনানুষ্ঠানিক জায়গা ছাড়া। নিচের উদাহরণটা একটু লক্ষ্য করুন।

  • She is not careless at all.

(সে কোনভাবেই অযত্নবান নয়)

এই বাক্যটি অশুদ্ধ নয়। এটা ব্যক্ত করে যে, সে কোনভাবেই careless নয় কিন্তু এটা আরও সহজভাবে বলা যায় যে, “She is very careful.”

Negation বা না-বোধক করার সময় আপনাকে এ বিষয়ে যত্নবান হতে হবে যে আপনি একটি বিষয়ে একটি না-বোধক শব্দই ব্যবহার করছেন তা নাহলে double negative-এর সম্ভাবনা থাকবে যা অর্থগত দিক থেকে দ্বিধার সৃষ্টি করে।

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2025 grammarbd.com All Rights Reserved.