Paraphrase কি? ৫ টি সহজ ধাপে paraphrase করার উপায়

  (5/5, 7 votes)

Paraphrase কি?

“Rewriting a specific passage from someone else.”

মূল অনুচ্ছেদের অর্থ পরিবর্তন কিংবা তথ্য বাদ না দিয়ে, নিজের ভাষায় লেখাকেই paraphrasing বলা হয়ে থাকে।

অন্য কারো কোন লেখা থেকে তথ্য নেবার ক্ষেত্রে যাতে plegarism বা চুরি না হয়ে যায় সেজন্য শব্দান্তর বা paraphrasing খুব কার্যকরি একটি পদ্ধতি।

খুব সহজে মাত্র ৫টি ধাপের সাহায্যে প্যারাফ্রেজিং করার উপায় নিচে দিয়ে দেয়া হলঃ 

  • Read the passage to fully understand the passage.
  • Note down all the key concepts.
  • Write your version.
  • Compare with the original one & make necessary changes.
  • Cite the source.

 

যেকোন অনুচ্ছেদকে প্যারাফ্রেজিং করার জন্য,

  • সেই অনুচ্ছেদকে ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করা উচিৎ। অনুচ্ছেদটিতে কি বলা হল, সেটি বুঝতে পারাটা খুব জরুরী। কেউ যদি অর্থ ভূল বুঝে নিজের মতো করে লিখতে শুরু করে, তবে লেখা ২টিতে একই অর্থ থাকবে না। অর্থ পরিবর্তিত হয়ে যাবে। 
  • অনুচ্ছেদের মূল মূল পয়েন্ট এবং ধারণাগুলোকে চিহ্নিত করতে হয়।
  • অনুচ্ছেদটির মূল আলোচনাকে মাথায় রেখে নিজের মতো করে লিখতে হয়।
  • নিজের মতো করে লেখা শেষ হলে, মূল অনুচ্ছেদের সঙ্গে তুলনা করতে হয়। নতুন করে লেখা অনুচ্ছেদের কোন অংশের সাথে মূল অনুচ্ছেদের মিল আছে মনে হলে প্রয়োজন অনুসারে নতুন লেখাটিতে সম্পাদন করতে হয়।
  • লেখাটিতে মূল উৎস বা সূত্রের নাম উল্লেখ করা।

 

একটি অনুচ্ছেদকে পুনরায় নতুন করে লিখতে, উপরোক্ত ৫ টি ধাপ অনুসরণের জন্য ৪ টি কার্যকরি উপায় নিচে উল্লেখ করে দেয়া হলঃ

  • মূল অনুচ্ছেদ যেভাবে শুরু হয়েছে, নতুন করে লেখা অনুচ্ছেদটিকে তার থেকে আলাদাভাবে শুরু করা।
  • Synonyms ব্যবহার করা। বিশেষত মূল পয়েন্টগুলোর synonyms ব্যবহার করা।
  • অর্থ অপরিবর্তিত রেখে বাক্যের গঠন এবং ধরণে পরিবর্তন করা। ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ ইত্যাদি করা।
  • মূল অনুচ্ছেদের লম্বা বাক্যগুলোকে ভেঙ্গে ছোট করা কিংবা ছোট ছোট একাধিক বাক্যকে যুক্ত করে বড় বাক্য তৈরি করা। বিশেষত transformation এর মাধ্যমে এই কাজটি করা যায়।

Example:

Paraphrase

Paraphrased অনুচ্ছেদে মূল অনুচ্ছেদের থেকে আলাদাভাবে শুরু করা হয়েছে।

মূল অনুচ্ছেদের ২য় বাক্যটির transformation করে প্যারাফ্রেজিং এর ১ম বাক্যটি গঠিত হয়েছে।

মূল অনুচ্ছেদের, নিন্মোক্ত শব্দগুলোর synonyms প্যারাফ্রেজড অংশে ব্যবহৃত হয়েছে।

  • Emit > Release,
  • Environment > Atmosphere
  • Industrial production purposes > Industrial reasons
  • Obligated > Required
  • Carbon emission > carbon released 

প্লেজারিজম থেকে বাঁচতে এবং একজনের লেখাকে নিজের মতো করে লেখার জন্য সঠিকভাবে প্যারাফ্রেজিং শেখার কোন বিকল্প নেই। উপরের আলোচনায় দেখানো ৫টি ধাপ এবং ৪টি পদ্ধতি অনুসরণ করলে; আশা করা যায়, paraphrase করার ক্ষেত্রে কারো সমস্যা হবে না।  

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.