Possessives কাকে বলে? Possessives এর ব্যবহার

  (5/5, 37 votes)

Possessives কাকে বলে?

কোন ব্যক্তি-বস্তুর মাঝে মালিকানা, কর্তৃত্ব বা অধিকার এর সম্পর্ক বোঝাতে আমরা যে সব শব্দ ব্যবহারের মাধ্যমে noun, pronoun কিংবা adjective কে নির্দেশ করি তাদেরকে Possessives বলা হয়ে থাকে। ব্যবহারের ধরণভেদে এরা বিভিন্ন ধরণের হয়ে থাকে।

ব্যক্তি-বস্তুর মাঝে বিদ্যমান এসব সম্পর্ক বোঝানোর জন্য আমরা possessive হিসেবে বিভিন্ন ধরনের Noun, Pronoun, Adjective এর প্রয়োগ করে থাকি।  

Possessives indicate:

------------------------------------------------------------

-To own something

-To have something

-Something that belongs to someone

Noun, Pronoun, Adjective হিসেবে কিছু possessives এর উদাহরণ নিচে উল্লেখ করা হল।

Example:

  • She drove her friend’s car. (Noun- singular)
  • This is his parents’ house.  (Noun- plural)
  • The men’s shoe section is on the 2nd floor. (Noun - irregular plural)
  • Our house is old. (Adjective)
  • His father is an army officer. (Adjective)
  • Shumi is a friend of mine. (Pronoun) 

Possessive Nouns এর ব্যবহার

1. Singular Noun এর possession বোঝাতে, noun এর শেষে ( ‘s ) বসে।

  • We are going to rupom’s house.
  • Ishaq is driving dipto’s car.

2. Plural Noun এর possession বোঝাতে, noun এর শেষে ( s’ ) বসে।

  • This is her parents’ car.
  • These are ladies’ cycles.

3. Men, Women, Children, People এর মতো irregular plural noun এর possession বোঝানোর ক্ষেত্রে noun এর শেষে ( ‘s ) বসে।

  • Men’s shoes of this store are expensive.
  • These are children’s toys.

4. কখনো কখনো শব্দের পুনরাবৃত্তি পরিহার করতে এটি ব্যবহার করা হয়।

  • Is that your umbrella, Tarek? No, it’s Maruf’s. [maruf’s {umbrella}] 

Possessive Pronouns এর ব্যবহার

Subject Object Possessive Pronoun
I Me Mine
You You Yours
He Him His
She Her Hers
It It -
We Us Ours
They Them Theirs

1. Pronoun এর possessive form এ [ apostrophe ( ‘ ) ] বসে না।

  • Is that yours bike?
  • Is that hers notebook?

2. Of এর পরে possessive pronoun এবং noun বসে।

  • Hridoy is one of our friends > Hridoy is a friend of Ours.

3. কখনো কোন শব্দের পুনরাবৃত্তি পরিহার করতে এটি ব্যবহার করা হয়ে থাকে।

  • Is that Asif’s car? No, it’s mine. [my car] 

Possessive Adjectives এর ব্যবহার

Subject Object Possessive Adjective
I Me My
You You Your
He Him His
She Her Her
It It Its
We Us Our
They Them Their

1. কোন বস্তু কারো মালিকানাধীন বোঝাতে Possessive adjectives ব্যবহার করা হয়।

  • That’s their house.
  • His books are new.

2. সম্পর্ক বোঝাতে Possessive adjectives ব্যবহৃত হয়।

  • Her father is a doctor.
  • My uncle is a pilot.

3. শরীরের কোন অংশকে বোঝাতে Possessive adjectives ব্যবহার করা হয়।

  • She has broken her leg.
  • He is washing his hands.
  • The dog has broken its leg.

4. Possessive Its এ কোন apostrophe (‘) হয় না; It’s সবসময়- It is / It has কে নির্দেশ করে থাকে।

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2025 grammarbd.com All Rights Reserved.