RESUME কি? CV এবং RESUME এর মধ্যে পার্থক্য

  (5/5, 4 votes)

Resume কি:

Resume শব্দটি ফ্রেঞ্চ (ফরাসি) ভাষা থেকে এসেছে; "Summary"  অর্থকে প্রকাশ করে।

মূলত একজন আবেদনকারীর,

  • Education
  • Skills
  • Employment

এর তথ্যাদি সম্বলিত একটি সারসংক্ষেপ হল Resume.

একজন আবেদেনকারীর ব্যক্তিগত সকল তথ্য resume তে উল্লেখ করা হয় না। বরং আবেদনকৃত নির্দিষ্ট চাকুরি অনুযায়ী নির্দিষ্ট দক্ষতা-অর্জন-যোগ্যতা উল্লেখ করা হয়ে থাকে। অর্থাৎ resume এর সাহায্যে নির্দিষ্ট কোন চাকুরির জন্য একজন প্রার্থীর যোগ্যতা যাচাই করা হয়ে থাকে।

সাধারণত ১ পৃষ্ঠা থেকে সর্বোচ্চ ২ পৃষ্ঠার মধ্যে resume লেখা হয়ে থাকে। পেশাগত লক্ষ্য এবং উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে, আনুষ্ঠানিক একটি বাচনভঙ্গিতে resume লেখা হয়ে থাকে।

একটি ভালো Resume এ প্রার্থীর, ব্যক্তিগত জীবনের সংক্ষিপ্ত বর্ননা, বিশেষ যোগ্যতা এবং দক্ষতা, কাজের অভিজ্ঞতা, দায়িত্ব এবং অর্জন (সাম্প্রতিক থেকে অতীত), শিক্ষাগত যোগ্যতা, পেশাগত সংশ্লিষ্টতা, স্বেচ্ছাসেবী উদ্দ্যোগ, ইত্যাদি উল্লেখ করা থাকে। 

CV এবং Biodata কি? এদের মধ্যে পার্থক্য

কাঠামোঃ

Resume এ কি উল্লেখ করা আবশ্যকঃ

  1. Contact information
  2. Job Title
  3. Career Objective
  4. Work Experience
  5. Education
  6. Skills
  7. Additional Sections (Awards, Courses, Publications, Licenses, Certifications, Interests, etc)

CV:

CV বা ‘Curriculum Vitae’ শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে; যা “Course of (one’s) life” অর্থকে প্রকাশ করে। 

Resume যেখানে কোন নির্দিষ্ট কাজের জন্য একজন প্রার্থীর যোগ্যতা-দক্ষতাকে যাচাই করা হয়, অন্যদিকে Cv’র সাহায্যে একজন প্রার্থীর সার্বিক দক্ষতা-যোগ্যতাকে যাচাই করা হয়ে থাকে।

Curriculum Vitae বা Cv তে, কালানুক্রমিকভাবে একজন প্রার্থীর সকল ধরনের দক্ষতা, কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত সংশ্লিষ্টতা, অর্জন ইত্যাদির উল্লেখ করতে হয়। যেকারণে মূলত Cv’র ক্ষেত্রে পৃষ্ঠা সংখ্যাকে নির্দিষ্ট করা যায় না।

কাঠামোঃ

Cv তে যেসব তথ্য অবশ্যই উল্লেখ করতে হয়ঃ

  1. Contact information
  2. Personal Statement or Profile
  3. Work Experience
  4. Education
  5. Skills

এছাড়াও Cv তে আরো যেসব তথ্য উল্লেখ করা যায়ঃ

  1. Professional Certifications
  2. Professional Associations
  3. Languages
  4. Additional Training and Courses
  5. Publications
  6. Awards
  7. Blogging and Influencing
  8. Volunteer Experience
  9. References

 

Resume এবং Cv এর পার্থক্যঃ

চাকুরিপ্রত্যাশী একজন প্রার্থী Resume এবং Cv উভয়ের মাধ্যমেই নিজের সম্পর্কে তথ্য উপস্থাপনের মাধ্যমে আবেদন করতে পারে। তবে চাকুরিদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে, সেভাবেই আবেদন করা উচিৎ। গঠন কাঠামো, উদ্দেশ্য সহ আরো কিছু ক্ষেত্রে এদের মাঝে তারতম্য রয়েছে। নিচে এগুলো দেয়া হলঃ

Properties

Resume

Cv

Pages

১ পৃষ্ঠার হয়, সর্বোচ্চ ২ পৃষ্ঠা

নির্দিষ্ট নয়

KRAs & OKRs

বিগত কয়েক বছরের Key Responsibility/Result Area এবং Objectives & Key Results কে গুরুত্ব দেয়া হয়

পুরো ক্যারিয়ারের (নির্দিষ্ট ক্ষেত্র অনুযায়ী) KRA এবং OKR কে গুরুত্ব দেয়া হয়

 

 

Skills & Qualifications

শুধুমাত্র চাকুরির সঙ্গে প্রাসঙ্গিক দক্ষতা ও যোগ্যতাকে উপস্থাপন করা যায়

সকল ধরনের দক্ষতা ও যোগ্যতাকে উপস্থাপন করা যায়

Certifications

চাকুরির সঙ্গে প্রাসঙ্গিক এবং সক্রিয়  Certifications কে উল্লেখ করা হয়

সকল প্রকার Certifications (প্রাসঙ্গিক,   মেয়াদোত্তীর্ণ) কে উল্লেখ করা হয়

Customizing

নির্দিষ্ট চাকুরি অনুযায়ী, উপযোগী করে তৈরি করতে হয়। চাকুরিভেদে আলাদা হয়

তুলনামূলক একইরকম থাকে, চাকুরিভেদে আলাদা হয় না

Tone

Neutral or 3rd person Tone

Neutral, 1st person or 3rd person Tone

Most Important Information

Full Name

Contact Details

Experience (reverse-chronological)

Educational details

Professional skills & Certifications

Full Name

Contact details

Short bio

Educational details

Experience (Chronologically)

Professional Skills & Certifications

Interests

Courses

Publication

References

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2025 grammarbd.com All Rights Reserved.