School Magazine - Paragraph for HSC and SSC
School magazine হল একটি স্কুলের yearly সাহিত্য পত্রিকা বা জার্নাল, যাতে স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের লেখা প্রকাশ করা হয়ে থাকে। এধরণের journal বা ম্যাগাজিনে গল্প, কবিতা, কৌতুক, প্রবন্ধসহ বিভিন্ন ধরণের সাহিত্য রচনা এবং স্কুল কমিটির বিবৃতি, শিক্ষার্থীদের তথ্য, পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীদের co-curricular activities সহ বিভিন্ন ধরনের লেখা প্রকাশিত হয়ে থাকে।
স্কুল ম্যাগাজিন সম্পর্কিত কয়েকটি সাধারণ প্রশ্ন নিচে উল্লেখ করে দেয়া হল এবং শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে উত্তরগুলো বাংলায় দেয়া হল।
এ উত্তরগুলোকে সুন্দর করে সাজিয়ে লিখলেই School magazine বিষয়ক paragraph এর প্রধান অংশের লেখা হয়ে যাবে। এর সঙ্গে আনুসাঙ্গিক তথ্য এবং আলোচনা তুলে ধরা হলেই পূর্নাঙ্গ প্যারাগ্রাফটি লেখা সম্পন্ন হবে।
Q1. What is a school magazine?
A school magazine is generally a literary journal of a school, which is typically published once a year. (একটি স্কুল ম্যাগাজিন সাধারণত একটি স্কুলের একটি সাহিত্য জার্নাল যা সাধারণত বছরে একবার প্রকাশিত হয়।)
Q2. Which kinds of writings are published here?
A variety of literary works like Stories, poetry, jokes, essays, and other forms of literature, statements from the school committee, information on instructors and students, test results, student co-curricular activities are published in a school magazine. (গল্প, কবিতা, কৌতুক, প্রবন্ধ, স্কুল কমিটির বিবৃতি, শিক্ষক-প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের তথ্য, পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীদের সহ-পাঠক্রমিক কার্যক্রমসহ বিভিন্ন ধরনের লেখা একটি স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয়।)
Q3. Who writes these?
These are written by teachers and pupils of the school. (একটি স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা এসব লেখা লেখেন। )
Q4. How does it help the students?
It helps students in finding out their interests and developing their writing skills. (শিক্ষার্থীদের লেখার বিষয়ে আগ্রহ খুঁজে বের করতে এবং তাদের লেখার দক্ষতা বিকাশে স্কুল ম্যাগাজিন সহায়তা করে।)
Q5. Who organizes and leads this initiative?
Normally it is organized by a school magazine committee and The Principal or the headmaster leads this committee. (সাধারণত স্কুল ম্যাগাজিন কমিটি সংগঠনের কাজ করে থাকে এবং যার নির্দেশনার দায়িত্বে থাকেন স্কুলের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল।)
School Magazine
A school magazine is a literary journal of a school that is typically published once a year. It includes a variety of literary works written by teachers and pupils. Stories, poetry, jokes, essays, and other forms of literature are examples. It also includes statements from the school committee, information on instructors and students, test results, student co-curricular activities, and so on. It assists students in discovering and developing their hidden skills. Students can grow their writing skills on literary issues by participating in this magazine. A magazine committee oversees all aspects of the magazine's publication. The group is made up of both tutors and learners. Generally, the headmaster of the school act as the committee's chief editor. The headmaster chooses the magazine's topics and directs the students on how to write their work of literature appropriately. The organizers choose the best pieces from among the submissions to publish in the journal. The magazine is then delivered to the press after final editing. The whole cost of the magazine is covered by the school administration. A school magazine is an important element of the educational process. It serves as a platform for future writers as well as a link between former students and current students at the institution.
Grammar
Read More
- Tea Stall - Paragraph for HSC and SSC
- School Magazine - Paragraph for HSC and SSC
- Load Shedding - Paragraph for HSC and SSC
- National Flag - Paragraph for HSC & SSC
- Mobile Phone - Paragraph for HSC & SSC
- Digital Bangladesh - Paragraph for HSC and SSC
- Internet - Paragraph for HSC & SSC
- Diaspora - Paragraph for SSC and HSC
- Dengue Fever - Paragraph for SSC and HSC
- Adolescence - Paragraph for SSC & HSC