Shook Meaning in Bengali

  (5/5, 4 votes)

অক্সফোর্ড ডিকশনারি মতে সর্বমোট চার ধরনের অর্থ হয়ে থাকে -

Shook অর্থ:

ক্রিয়াপদ "Shake" এর সাধারণ অতীত কাল যার অর্থ হচ্ছে ঝাঁকানো।

অর্থ ২

এখানে বিশেষণ পদ "Shook" বলতে শারীরিক বা মানসিকভাবে বিচলিত অবস্থাকে নির্দেশ করে। এখানে কোন বিষয় নিয়ে মন খারাপ অর্থেও "Shook" ব্যবহৃত হয়ে থাকে।

অর্থ ৩

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অঞ্চলে বিশেষণ পদ "Shook" দ্বারা কোন বিষয়ে আগ্রহী অথবা উৎসাহী অর্থে ব্যবহৃত হয়।

অর্থ ৪

উত্তর আমেরিকাতে "Shook" একটি বিশেষ্যপদ হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে, যার অর্থ বাক্সে সাজানোর জন্য তৈরি করা কিছু জিনিসপত্র।

English Menaing:

ক্যামব্রিজ ডিকশনারি মতে,  "shocked and upset by an unpleasant experience.”

Use it in a Sentence

  • He shook the box to check if it was empty. (সে বাক্সটা ঝাঁকিয়ে দেখল তা খালি নাকি।)
  • My friend was horribly shook for days after being involved in the deadly accident. (আমার বন্ধু সেই মারাত্নক দূর্ঘটনায় পড়ার পর অনেক দিন পর্যন্ত অত্যন্ত বিচলিত ছিল।)

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2025 grammarbd.com All Rights Reserved.