Tense কাকে বলে? ১২ প্রকার Tense এর গঠন

  (5/5, 120 votes)

Tense কাকে বলে?

ইংরেজিতে আমরা সময় উল্লেখ করতে Tense বা কাল এর ব্যবহার করে থাকি। অতীত, বর্তমান এবং ভবিষ্যত সময়ের কোন কাজের সম্পর্কে কিছু বলতে হলে কাল এর প্রয়োগ করা হয়। সময় সম্পর্কে কথা বলার জন্য অনেক ভাষাতেই tense বা কাল এর ব্যবহার করা হয়ে থাকে। 

ইংরেজিতে Tense এর আলোচনা করার ক্ষেত্রে ২ টি উপাদান, Time (সময়) & Aspect (দৃষ্টিভঙ্গি) উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Time:

  • Present - now, or any time that includes now (বর্তমান সময়)
  • Past - before now (বর্তমান সময় এর পূর্বে)
  • Future - after now (বর্তমান সময় এর পরে)

Aspect:

  • Progressive - অসমাপ্ত কাজ
  • Perfective - সম্পন্ন করা কাজ বা অবস্থা

Tense এর  progressive aspect থেকে progressive বা continuous tenses উৎপন্ন হয়ে থাকে।

এরা হলঃ

  • Past continuous
  • Present continuous
  • Future continuous.

অন্যদিকে, Tense এর perfective aspect থেকে perfect tenses তৈরি হয়।

যেগুলো হলঃ  

  • Past perfect
  • Present perfect
  • Future perfect

এবং এই দুটি একত্রিত হয়ে অর্থাৎ, progressive এবং perfective aspect একীভূত হয়ে perfect continuous tenses তৈরি করে।

তথাঃ 

  • Present perfect continuous
  • Past perfect continuous
  • Future perfect continuous

নিচে একটি ছকের সাহায্যে সর্বমোট ১২ টি Tense বা কাল এর গঠন, উদাহরণ সহ উল্লেখ করে দেয়া হল। একই বাক্যের সাহায্যে সকল Tense এর উদাহরণ এই কারণেই দেয়া হল, যেন সহজেই বুঝতে পারা যায়, কীভাবে সময় এবং দৃষ্টিভঙ্গি (Time & aspect)  পরিবর্তনের সাথে সাথে কাল এবং যে অনুযায়ী বাক্যের গঠনে পরিবর্তন সাধিত হয়। 

 ১২ প্রকার Tense এর গঠন

Types 
Forms
Present Past Future

Indefinite/ Simple

Sub + v1 + Obj.

He plays football

Sub + v2 +Obj.

He played football

Sub + Will + v1 +Obj.

He will play football

Continuous/ Progressive

Sub + am/is/are + v1(ing) + obj.

He is playing football

Sub + was/ were + v1(ing) + obj.

He was playing football

Sub + will be + v1(ing) + obj.

He will be playing football

Perfect

Sub + have/ has + v3 + obj.

He has played football

Sub + had + v3 + obj.

He had played football

Sub + will have + v3 + obj.

He will have played football

Perfect Continuous

Sub + have/ has + been+ v1(ing) + obj.

He has been playing football

Sub + had + been + v1(ing) + obj.

He had been playing football

Sub + will + have + been+ v1(ing) + obj.

He will have been playing football

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2025 grammarbd.com All Rights Reserved.