ক্রেডিট মানে কি? ডেবিট-ক্রেডিট নির্নয়ের সূত্র

  (5/5, 39 votes)

ক্রেডিট এর বাংলা মানে কি?

হিসাব বিজ্ঞান অনুযায়ী প্রতিটি লেনদেনের ২টি পক্ষ বা হিসাব থাকে। 

যাদের নাম যথাক্রমে ডেবিট এবং ক্রেডিট। 

  • Debit শব্দের বাংলা প্রতিশব্দ খরচ। 
  • Credit শব্দের বাংলা প্রতিশব্দ জমা। 

অন্যভাবে বলা হলে, লেনদেনের সুবিধা গ্রহনকারী পক্ষ হল ডেবিট, আর সুবিধা প্রদানকারী পক্ষ হল ক্রেডিট। 

সংজ্ঞা:

কোন হিসাবের দায় বা ঋণ হল ক্রেডিট। তবে আধুনিক হিসাব বিজ্ঞান অনুসারে, দায় বা ঋণ এর পাশাপাশি সুবিধা প্রদান বা ত্যাগ করাকেও বলা হয় ক্রেডিট।  

সেজন্য, হিসাবের যে পক্ষ দায় এর পাশাপাশি সুবিধা প্রদান বা ত্যাগ করে, তাকে বলা হয় ক্রেডিটর।  

ডেবিট-ক্রেডিট নির্নয়ের তত্ত্ব:

হিসাব বিজ্ঞানের ডেবিট-ক্রেডিট নির্নয়ের ক্ষেত্রে দুইটি তত্ত্ব বিদ্যমান, যা হল-

  • A= L+E [asset = liability + equity]
  • লেনদেন সম্পন্ন হবার পর ২টি পক্ষই সর্বদা সমান থাকবে, অর্থাৎ হিসাবের মোট ডেবিট এবং মোট ক্রেডিটের পরিমাণ সমান থাকবে।

যেমন- 

ডেবিট

ক্রেডিট

  • সম্পদ বৃদ্ধি
  • দায় হ্রাস
  • মালিকানা স্বত্ব হ্রাস
  • আয় হ্রাস
  • ব্যয় বৃদ্ধি
  • সম্পদ হ্রাস
  • দায় বৃদ্ধি
  • মালিকানা স্বত্ব বৃদ্ধি
  • আয় বৃদ্ধি
  • ব্যয় হ্রাস

 

ডেবিট- ক্রেডিট নির্নয়ের সূত্র:

ডেবিট- ক্রেডিট নির্নয়ের সূত্রটি নিচে উল্লেখ করে দেয়া হল-

সম্পদ = দায় + মালিকানা স্বত্ব + আয় - ব্যয়

এক্ষেত্রে, 

ডেবিট = সম্পদ

ক্রেডিট = দায়+মালিকানা স্বত্ব+ আয়- ব্যয়  

সুতরাং, ডেবিট = ক্রেডিট [সর্বদা সমান হবে, সমান না হলে হিসাব এ ভুল বিদ্যমান ধরে নেয়া যায়]

হিসাবের উপর লেনদেনের প্রভাব:

নিচে কিছু লেনদেন এর উদাহরণ উল্লেখ করার সাহায্যে ক্রেডিট এবং ডেবিট কে চিহ্নিত করে দেখানো হল।

  • নগদ ১,০০,০০০ টাকায় ব্যবসা শুরু করা হলে, 
    • সম্পদ বৃদ্ধি - ডেবিট
    • মালিকানা স্বত্ব বৃদ্ধি - ক্রেডিট
  • ১৫,০০০ টাকা ব্যয়ে ফার্নিচার/ আসবাবপত্র কেনা হলে,
    • সম্পদ বৃদ্ধি (আসবাবপত্র) - ডেবিট
    • সম্পদ হ্রাস (নগদ অর্থ) - ক্রেডিট
  •  ২,০০০ টাকা দিয়ে ব্যাংকে একাউন্ট করা হলে, 
    • সম্পদ বৃদ্ধি (ব্যাংক একাউন্ট)- ডেবিট
    • সম্পদ হ্রাস (অর্থ) - ক্রেডিট
  • কোন কিছু নগদ ৫,০০০ টাকায় বিক্রি করা হলে, 
    • সম্পদ বৃদ্ধি (অর্থ) - ডেবিট
    • আয় বৃদ্ধি (নগদ বিক্রয় মূল্য) - ক্রেডিট
  • মালিক কর্তৃক নগদ উত্তোলন ১০,০০০ টাকা, 
    • মালিকানা স্বত্ব হ্রাস - ডেবিট
    • সম্পদ হ্রাস - ক্রেডিট

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.