Abstract Noun কাকে বলে? বাক্যে Abstract Noun এর ব্যবহার
Abstract Noun কাকে বলে:
যেসব noun বা বিশেষ্য পদ কোন ব্যক্তি, বস্তুর, স্থান সম্পর্কে এমন কিছু ধারণা, অনুভূতি বা বৈশিষ্ট্যকে নির্দেশ করে যা ইন্দ্রিয়গ্রাহ্য নয় তাদেরকে Abstract Noun বা ভাববাচক/ গুণবাচক বিশেষ্য পদ বলা হয়ে থাকে। অর্থাৎ দেখতে, শুনতে, স্পর্শ, গন্ধ কিংবা স্বাদ নেয়া যায় না, এমন বৈশিষ্ট্য, গুণ, অবস্থাকে প্রকাশ করার ক্ষেত্রে এই বিশেষ্য পদের ব্যবহার করা হয়ে থাকে।
Example: Freedom, Love, Belief, Anger, Pleasure, etc.
Abstract Noun এর বিপরীত ধারণা প্রকাশকারী বিশেষ্য পদের নাম Material / Concrete Noun বা বস্তুবাচক বিশেষ্য অর্থাৎ, এটির সাহায্যে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য পদ প্রকাশিত হয়।
Example:
- Energy, Success, Love - Abstract Noun
⇩ ⇩ ⇩
- Octane, Money, Kiss - Material Noun
সাধারণত সকল Proper Noun, ইন্দ্রিয়গ্রাহ্য হয়ে থাকে, যার ফলে এরা কখনোই Abstruct Noun হয় না।
Example:
- Karl Marx - Proper Noun (একজন ব্যক্তি )
- Marxism - অ্যাবস্ট্রাক্ট নাউন (একটি ধারণা )
অ্যাবস্ট্রাক্ট নাউনকে বর্ননা করা দূরহ, তবে কোন বিশেষ্য পদকে ইন্দ্রিয় দ্বারা অনুধাবন করা যায় কিংবা যায় না; তার ভিত্তিতে এই বিশেষ্য পদকে চিহ্নিত করা যায়।
সহজভাবে বললে, যেসব বিশেষ্য পদকে মানুষের ৫টি ইন্দ্রিয়; দেখা, শোনা, স্পর্শ, গন্ধ কিংবা স্বাদ নেয়ার মাধ্যমে অনুধাবন করা যায় না তাদেরকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়ে থাকে।
বিভিন্ন ধরনের Abstract Noun:
বোঝার সুবিধার্থে নিচে উদাহরণের সাহায্যে Abstract Noun উল্লেখ করা হল।
Headings | Example |
Ideas | Independence, Humor, Life, Death, Communication, Information, Honor, Trust, Pain |
Feelings | Anxiety, Fear, Pleasure, Stress, Sympathy |
Emotions | Love, Anger, Hate, Joy, Sadness, Grief, Sorrow, Hatred, Happiness, Anguish, Ecstasy |
States | Being, Freedom, Misery, Chaos, Luxury |
Personality Traits | Courage, Loyalty, Patience, Determination, Generosity, Honesty, Compassion, Maturity, Elegance, Stupidity, Aggression |
Moments | Birthday, Childhood, Marriage, Career, Death |
Philosophical Concepts | Industrialism, Socialism, Causality, Relativity, Ethics, Capitalism, Democracy |
বাক্যে Abstract noun এর ব্যবহার
সাধারন বিশেষ্য পদের মতো একই নিয়ম অনুসরণ করে অ্যাবস্ট্রাক্ট নাউনও বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। বাক্যের subject বা object উভয় হিসেবেই এরা বাক্যে ব্যবহৃত হতে পারে।
এই বিশেষ্য পদের ক্ষেত্রেও,
- প্রথম অক্ষর capital হয়ে থাকে
- Possessive form হিসেবে ব্যবহৃত হতে পারে (e.g, Independence’s value)
- Singular, Plural উভয় হিসেবেই ব্যবহৃত হতে পারে, তবে সেজন্য বিশেষ্য পদগুলো কি Countable না Uncountable সেগুলো নির্নয় করে নিতে হয়।
Countable অথবা Uncountable
Abstract Noun গুলো কি Countable, নাকি Uncountable সেটি খুঁজে বের করা দূরহ একটি কাজ। অধিকাংশ ক্ষেত্রেই এরা উভয়ভাবেই উল্লেখিত থাকে, তবে বাক্যে কীভাবে ব্যবহার করা হচ্ছে সে অনুযায়ী যেকোন একটিই সঠিক হয়ে থাকে।
General বা বিস্তৃত অর্থ প্রকাশে ব্যবহৃত হলে - Uncountable
- Time flies, when you are enjoying most of it.
নির্দিষ্ট করে কোন কিছুকে নির্দেশ করা হলে - Countable
- The time we spent together, will live forever.
Suffix এর সাহায্যে Abstruct Noun গঠন
কিছুকিছু verb, adjective এর সাথে (-ation), (-ness), (-ship) এর মতো suffix ব্যবহার করে Abstract Noun তইরি করা যায়।
- Relax → Relaxation
- Good → Goodness
- Friend → Friendship
তবে খেয়াল রাখা প্রয়োজন, suffix এর সাথে root word যোগ করে দিলেই ভাববাচক বিশেষ্য পদ তৈরি হয় না। এর ভিন্নতাও দেখা যায়।
- Strong → strength
Philosophical, existential, and ideological conversations ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন অনেক কার্যকরি। এছাড়াও emotions, feelings প্রকাশের জন্য এই পদের বিকল্প নেই।
Grammar
Read More
- Tea Stall - Paragraph for HSC and SSC
- School Magazine - Paragraph for HSC and SSC
- Load Shedding - Paragraph for HSC and SSC
- National Flag - Paragraph for HSC & SSC
- Mobile Phone - Paragraph for HSC & SSC
- Digital Bangladesh - Paragraph for HSC and SSC
- Internet - Paragraph for HSC & SSC
- Diaspora - Paragraph for SSC and HSC
- Dengue Fever - Paragraph for SSC and HSC
- Adolescence - Paragraph for SSC & HSC