Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি?

  (5/5, 458 votes)

Sentence (বাক্য)

Sentence বা বাক্য কাকে বলে?

দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে sentence বা বাক্য বলা যাবে।

অন্যথায়, একাধিক শব্দ এক সাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠণের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে।

The sentence is known as the basic unit of English grammar. It contains a word or a group of words that expresses complete ideas, sense, feelings, or meaning and consists of a subject and a verb. Also, it may consist an object or a complement, and the words are ordered properly. A verb is a must in a sentence, and without a verb, no sentence can be formed.

Look at the examples very carefully:

  • Shina eats pizza.

In this sentence, Shina is the subject, eat is a verb and pizza is an object.

  • Rahim loves to travel.

Here, Rahim is the subject, loves is the verb and travel is an object or complement.

Similarly,

  • They play football.

এখন, যদি word গুলোকে অগোছালোভাবে বা order maintain না করে সাজাই তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য হবেনা।

যেমনঃ Rahim loves to travel কে যদি আমরা Order maintain না করে লিখি তাহলে To travel loves Rahim. এখানে সম্পূর্ণ ভাবে মনের কোন অর্থ প্রকাশ পায় না। তাই এটা কোন বাক্য না।

Sentence এর প্রকারভেদ

There are five categories of sentences according to their meaning and functions. These are:

Assertive Sentence (বর্ণনামূলক বাক্য):

যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করে তাকে Assertive sentence বলে।

An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.

You may follow a pattern like “subject + verb + object/complement/adverb”.

Example:

  • He reads the book.

একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং Affirmative বা হ্যাঁ সূচক বাক্য। এখানে, He হচ্ছে Subject, reads হলো Verb এবং the book হচ্ছে object. ... এখন উপরে দেয়া pattern এর সাথে খুব সহজেই মিলে যাচ্ছে।

  • We do not run in the Sun. একটি সাধারণ বিবৃতি এবং Negative sentence এর উদাহরণ।
  • Everyone should read this poem. এখানে should একটি Modal Auxiliary.

Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য):

যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে Interrogative Sentence বলে।

An interrogative sentence asks any questions to get a reply to something or someone and ends with an interrogative sign (?).

One of the two following ways may form an interrogative sentence.

1. It may begin with Helping or auxiliary verbs and Modals Auxiliaries.

Auxiliary Verbs: am, is, are - was, were - have, has, had, etc.

Modals Auxiliaries:   shall, should, will, would, can, could, may, might, etc.

Example:

  • Do you need some money?
  • Is he your Brother?
  • Should I call you?
  1. May begin with “WH” questions like who, where, when, whom, what, which, how, etc.

Example:

  • What is your address?
  • Whom do you want?
  • How much money do you want?

Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য):

যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you)  গোপন থাকে।

It expresses request, order, advice, command, and suggestion.

একটি সহজ pattern অনুসরণ করা যেতে পারেঃ

 “(Subject (invisible) + verb + object)”

Example:

  • Do it quickly. (Order)
  • Never tell a lie. (Advice)
  • Please, give me a pen. (Request)

Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য): 

যে Sentence দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে।

It expresses desire, prayer, wish, etc.

A simple pattern can help you more. That is (MAY + ASSERTIVE), but at the same time you should keep in mind that an Optative sentence can be formed without “MAY”.

বেশিরভাগ optative sentence এই may ব্যবহৃত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম আছে।

Example:

  • May Allah help you to overcome all the obstacles.
  • May you be happy in your future life.
  • Live long our president.

সর্বশেষ উদাহরণটির দিকে তাকালেই বুঝতে পারবেন যে May ছাড়াও Optative sentence হয়। তাই, এটা সবসময় বাধ্যতামূলক নয় যে Optative sentence এর শুরুতে May থাকতেই হবে।

Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য):

Exclamatory sentence দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।

It expresses sudden or strong feelings or emotions like surprise, anger, delight, pain, etc. It is a term of the sudden change of mind.

Sometimes, it can start with Alas, Bravo, Ah, Hurrah, What, How, etc.

An exclamatory sign is mandatory after the end of it. কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি (!) বাক্যের শুরুতেই বসে । কোন বাক্য যদি Alas, Bravo, ah, Oh, Hurrah ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরই বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়।

Example:

  • Hurrah! We’ve won the game.
  • What a beautiful scene!
  • Alas! You’ve failed in English.

Structure অনুসারে sentences তিন প্রকার

Simple sentence (সরল বাক্য):

যে সকল বাক্যে একটি মাত্র Subject or object এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (finite verb) থাকে তাকেই Simple sentence বা সরল বাক্য বলে।

In a simple sentence, there is only one subject and one finite verb. It has only one independent clause.

Now the question is what a clause is?

A Clause is a sentence or a part of it, and it may be dependent or independent.

E.g., “He hates me” is a sentence, which has only one clause. “He hates me, and I hate him too” is also a sentence and it has two clauses; one is “He hates me,” and another is “I hate him too.” These two clauses are joined together by a conjunction ‘and.'

You may follow a simple pattern like:

Subject + Finite verb + complement

Example:

  • Cox’s Bazar is the largest sea-beach in the world.
  • She wrote an application to the principal.
  • Bangladesh is a developing country.

প্রত্যেকটি উদাহরণে একটি করে subject এবং একটি করে সমাপিকা ক্রিয়া আছে।

Complex sentence (জটিল বাক্য):

যে সকল বাক্যে একটি প্রধান খন্ড বাক্য থাকে এবং তার উপর আশ্রয় বা অবলম্বন করে আরও এক বা একাধিক খন্ড বাক্য থাকে তাকেই Complex sentence জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে।

It consists of one main clause and one or more subordinate clauses or adverbial clauses.

1. Adverbial clauses come after the main clause.

  • His brother died when he was seven years old.

His mother died (Main clause)

When (subordinating conjunction)

He was two years old. (Adverbial clause)

  • If you read regularly, you will do well in the exam.

Here, ‘if you read regularly’ is a subordinate clause and ‘you will do well in the exam’ is the main clause.

2. The best way to detect Subordinate clause is that it always begins with conjunctions like where, what, when, that, while, who, if, whether, because, whenever, whoever, whatever, wherever, though, although, till, until, unless, after, before, so that, etc.

  • You did not even hear what his name was.
  • Though he lives in America, he speaks Bengali fluently.

Compound Sentence (যৌগিক বাক্য):

অর্থাৎ, নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোন সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরী করে তখন তাকে Compound sentence বা যৌগিক বাক্য বলা হয়।

It incorporates at least two principal clauses. These clauses are linked by one or more coordinating conjunctions, punctuations, or both.

Conjunctions that are used in compound sentences are and, or, but, for, not, also, thus, however, moreover, therefore, so, still, else, as well as, otherwise, accordingly, yet, not yet, but also, either or, neither nor, on the contrary, etc.

Example:

  • He is poor but happy.
  • We searched him everywhere but did not find.
  • Mou shouted, and all the people started to clap their hands.

ভিডিওতে দেখুন:

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.