Word বা শব্দ কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা

  (5/5, 90 votes)

Word

Word কাকে বলে?

A word is a letter or a group of letters that have meaning when spoken or written. It’s a speech sound or combination of sounds that may consist of a single morpheme or a combination of morphemes. Words may be classified according to their meanings, uses, and actions, but it is very tough to define exactly.

Word বা শব্দ হচ্ছে ব্যক্ত বা লিখিত বর্ণ বা বর্ণ সমষ্টি যার একটা নির্দিষ্ট অর্থ আছে।

Morphemes are the smallest grammatical meaningful units in a language. In the field of linguistic study, the branch that studies the structures of a word is called morphology, and the branch that studies the meanings of the word is called lexical semantics.

কোন ভাষা শিক্ষার ক্ষেত্রে, ভাষার যে শাখা শব্দের গঠন নিয়ে আলোচনা করে তাকেই Morphology বলে। এবং যে শাখা শব্দের অর্থ নিয়ে কাজ করে তাকে lexical semantics বলে।

উদাহরণ:

  • Good (ভালো)
  • Look (দেখা)
  • Come (আসা)

The words mentioned above provide meanings. So, they are examples of the word.

উপরের শব্দগুলো একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তাই তারা প্রতিটি একেকটি শব্দ।

পরিপূর্ণ অর্থবোধক শব্দ হওয়ার নিয়ম (Word Criteria)

একটা পরিপূর্ণ অর্থবোধক শব্দ হওয়ার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হয়। সেগুলো হচ্ছেঃ

1. প্রত্যেকটা শব্দেরই একটা অর্থ থাকতে হবে। এখানে “halalization’ শব্দটির কোন অর্থ নেই ইংরেজী ভাষায়। তাই এটি শব্দের আওতাভূক্ত হবে না।

Every word must have a meaning. The word ‘halalization’ doesn’t have any exact meaning in English language, so it cannot be a word.

2. প্রত্যেকটা শব্দেরই একটা root বা মূল শব্দ থাকে যা থেকে আরও অনেক নতুন শব্দ তৈরী হয়। যদি কোন কারণে ঐ root শব্দটি ভেঙে ফেলা হয় তাহলে সেটি কোনভাবেই আর একটি অর্থবোধক শব্দ থাকেনা। যেমন, এখানে দেখানো হয়েছে যে, happy একটি ইংরেজী শব্দ। এর আগে un যুক্ত হয়ে unhappy শব্দটি তৈরি করে।

Every word has a root. From this root, many new words can be created. If somehow, the root is broken, it will not be a word anymore. For example, say there is a word ‘unhappy’. The root is ‘happy’. A new word is created by adding ‘un’. If the root word happy is broken, it is not a valid word anymore.

3. দুটি শব্দ একত্রে উচ্চারণ করার জন্যে শব্দ দুটির মাঝে একটু থামতে হয় এবং লেখার সময় সঠিক জায়গায় সঠিকভাবে space দিতে হয়। ধরা যাক, sky এবং blue দুটি ইংরেজি শব্দ। আমরা যদি তাদেরকে উচ্চারণ করতে চাই তাহলে প্রত্যেকটা শব্দ বলার পর একটু থামতে হবে। লিখতে গেলে দুইটা শব্দের মাঝখানে একটা space দিতে হবে।

A necessary pause during speaking and an effective space during writing between two or more words are a must. For example, suppose ‘sky’ and ‘blue’ are two words. If we want to pronounce them, we need a potential pause after pronouncing each of them. So, it should be like that “blue” “sky”, not “bluesky” and if we want to use them in a sentence, we must put a space after writing each of the words like “blue sky.”

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2025 grammarbd.com All Rights Reserved.