Interrogative Sentence কাকে বলে? এর গঠন এবং ব্যবহার

  (5/5, 62 votes)

Interrogative Sentence কাকে বলে?

যেসব বাক্যের সাহায্যে প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ( ? ) বসে, তাদেরকে Interrogative sentence বা প্রশ্নবোধক বাক্য বলা হয়। 

এধরনের বাক্য সাধারনত ‘wh’ words (who, when, why, where, what, which, whose, whom)  এর মতো Interrogative pronouns এর সাহায্যে শুরু হয়ে থাকে।

Example:

  • What is the capital of Brazil?
  • Who wants a coffee?
  • Which train should I take to reach Tokyo? 

বাক্যের শুরুতে Auxiliary Verb নিয়ে এসেও এধরনের বাক্য গঠন করা যায়।

Example:

  • Has anyone seen my book?
  • Do you speak Spanish?

Structure বা গঠন:

Interrogative sentence এর গঠনের ক্ষেত্রে আমরা মূলত ৩ ধরনের বাক্যগঠন দেখতে পাই। নিচে এদেরকে উদাহরণ সহ উল্লেখ করা হল।

  • WH + Auxiliary Verb + Subject + Main Verb
    • Where did she go?
    • Who has done it?
  • Verb + Subject + Main Verb
    • Do you want to stay?
    • Does he want chocolate or ice cream?
  • The verb to Be + Subject
    • Is it right?
    • Are you upset?

Types of Question

সাধারনত ৩ ধরনের প্রশ্নের সাহায্যে এসব বাক্যকে প্রকাশ করা হয়।

1. Yes / No Question

Example: Is it raining outside?

Answer: yes/ no. 

2. Question Word question

Example: Where is the next stop?

Answer: Chattogram. 

3. Choice question

Example: Do you want tea or coffee?

Answer: Tea/ Coffee.

Interrogative Sentence এর ব্যবহার

Direct question - সরাসরি প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়।

  • Where do you live?

Indirect question - তুলনামূলক নম্রভাবে জিজ্ঞাসা করার ক্ষেত্রে এধরনের প্রশ্ন ব্যবহার করা হয় থাকে।

  • Would you mind, if I use your phone for a call?

Choice question - ২ বা তার অধিক জিনিসের মধ্য থেকে কোন কিছুকে বেঁছে নিতে বোঝানো হলে এমন ধরনের প্রশ্ন ব্যবহার করা হয়।

  • What do you like more, pizza or burger?

Yes - No question - প্রশ্নের উত্তর যদি হ্যাঁ/ না তে পাওয়া যায়, সেক্ষেত্রে এধরনের প্রশ্ন করা হয়।

  • Do you know where she live?

Tag question - কোন বিষয়ে নিশ্চয়তা লাভের জন্য এধরনের বাক্য ব্যবহৃত হয়।

  • She is facing some trouble in her recent days, isn't she?

Rhetorical question - কোন ধারণা, বিশ্বাস, অবিশ্বাসের বিষয় প্রকাশের ক্ষেত্রে এসব বাক্য ব্যবহৃত হয়ে থাকে।

  • Can you believe he did so?

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2025 grammarbd.com All Rights Reserved.