Linking Verb কাকে বলে?

  (5/5, 47 votes)

যেসব verb বাক্যের subject এবং অন্যান্য অংশকে (subject complement) একত্রিত করে, তাদেরকে linking verb বলা হয়। এসব verb কোন কাজকে নির্দেশ করে না, বরং subject এর সঙ্গে বাকি অংশের link বা সংযোগ স্থাপনের কাজ করে থাকে।

Example:

  • He is a doctor.

[He = subject; Is = Linking verb; a doctor = subject complement] 

এই verb এর মূল কাজ হল subject কে re-identify করা কিংবা describe করা। অর্থাৎ, বাক্যের subject, কী কিংবা কে সেসম্পর্কে linking verb নির্দেশ করে; কিন্তু সেই subject এর কাজ সম্পর্কে বর্ননা করে না।

Example:

  • Kalam was thirsty.

[kalam = Subject; was = Linking verb; Thirsty = described the subject] 

To be verb, sense verbs ("to look," "to feel," "to smell," "to sound," and "to taste") গুলো সাধারণত subject এবং অন্যান্য অংশের (subject complement) মাঝে সংযোগের কাজগুলো করে থাকে। এছাড়াও আরো কিছু verb, লিঙ্কিং verb হিসেবে ব্যবহৃত হয়। 

বহুল ব্যবহৃত কিছু Linking verb নিচে উল্লেখ করা হলঃ

  • to be (am, is, are, was, were, has been, are being, might be, etc.)
  • sense verbs ("to look," "to feel," "to smell," "to sound," "to taste")
  • to become
  • to seem
  • To appear

Example:

  • She seems like a nice person.
  • The food tastes delicious.
  • Their idea is madness.
  • The new book smells great.
  • The melody sounds soothing.
  • It always seems impossible until it's done. 

Linking Verb & Action Verbs এর সম্পর্ক এবং মূল পার্থক্য:

সকল Linking Verbs, Action Verbs নয়:

যেহেতু linking verbs, ক্রিয়ার কাজকে বর্ননা না করে শুধুমাত্র subject সম্পর্কে বর্ননা করে। অন্যদিকে action verbs ক্রিয়ার কাজকে বর্ননা করে। যার ফলে এই দুই ধরনের verb পুরোপুরি ভিন্ন।

Example:

  • The baby smells like chocolate. [smells - লিঙ্কিং verb; বাক্যের subject সম্পর্কে বর্ননা করেছে]
  • The baby smells the chocolate. [smells - Action verb; subject এর কাজকে বোঝানো হয়েছে] 

তবে কিছু Linking Verbs, Action Verb হিসেবেও ব্যবহৃত হয়:

অনেকক্ষেত্রে linking verb গুলো subject সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশে সহায়তা করার মাধ্যমে মূলত action verb এর মতো কাজ করে।

  • sense verbs - Look, Touch, Smell, Appear, Feel, Sound, Taste
  • some outliers (turn, grow, remain, prove) 

এসব verb, লিঙ্কিং verb হলেও বাক্যের subject সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করতে সহায়তা করে এবং বাক্যে action verb এর মতো কাজ করে।

Example:

  • He seemed so happy that day.
  • The ocean looked peaceful that Friday.
  • The curry tastes milder than usual.
  • She felt on the floor for her lost ring.
  • Would you taste the fruit salad for me?

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2025 grammarbd.com All Rights Reserved.