Suffix কাকে বলে? Common Suffix গুলোর তালিকা

  (5/5, 60 votes)

Suffix কাকে বলে?

Suffix হচ্ছে একটি/কয়েকটি letter এর সমষ্ঠি যেগুলো stem/root word (ধাতু) এর পরে বসে নতুন নতুন word তৈরি করে। Stem/root word এর ছাড়া বাকি যে অংশ থাকে একটি শব্দে সেগুলোকে affix বলা হয়।  

Suffix যুক্ত শব্দগুলোতে যেসব affix থাকে সেগুলোর সাধারণত কোন অর্থ হয় না। Grammatical পরিবর্তন এবং শব্দের অর্থের পরিবর্তনের জন্য suffix ব্যবহার করা হয়।

“A suffix(also called ending) is an affix that is placed after the stem of a word.” – Wikipedia

Suffix Example

Reader

এখানে ‘read’ একটি stem যার ভিন্ন একটি অর্থ এবং বাক্যে ভিন্ন grammatical function রয়েছে কিন্তু affix ‘er’ যোগ করাতে stem টির অর্থ এবং grammatical function উভয়ই পরিবর্তন করা হয়েছে।

Reading

Readable

Creator

Creation

Suffix এর বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

1. কতিপয় suffix একাধিক অর্থ বহন করে।

    • (-er) suffix এমন মানুষকে নির্দেশ করতে পারে যা দ্বারা কোন নির্দিষ্ট কাজ করাকে বোঝানো হয় থাকে। 
      • Teach + er = Teacher
    • আবার (-er) suffix টি সাধারনত Adjective, Adverb এর শেষে বসে তুলনামূলক অর্থ প্রকাশ করে।
      • Stronger, faster

2. মূল শব্দের শেষে suffix যুক্ত হলে, অনেকক্ষেত্রেই মূল শব্দের বানান পরিবর্তিত হয়।

    • মূল শব্দের শেষে y থাকলে, suffix যুক্ত হবার ফলে তা i দ্বারা প্রতিস্থাপিত হয়,
      • Crazy + (-ness) = craziness
    • মূল শব্দের শেষে silent ‘e’ থাকলে এবং vowel দিয়ে suffix এর শুরু হলে, 
      • Write, drive, make এর সাথে (-ing) যোগ হলে, 
        • Write + (-ing) > Writing , 
        • Drive + (-ing) > Driving, 
        • Make + (-ing) > Making হয়।  
    • মূল শব্দের শেষে silent ‘e’ এবং suffix (-able) যুক্ত হলে silent ‘e’ বাদ হয়ে যায়।
      • Use + (-able) = Usable
    • তবে কিছু কিছু শব্দের ক্ষেত্রে silent ‘e’ বাদ হয় না, বরং থেকে যায়,
      • Changeable, loveable

Common Suffix গুলোর তালিকা

একটি suffix একটি root word/stem কে একটি noun, verb, adverb, অথবা adjective এ রুপান্তর করতে পারে। Suffix সাধারণত adjective এর degree পরিবর্তন এবং verb এর tense এর পরিবর্তনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে।   

Noun Suffixes

Suffix Meaning Example
-age a condition – একটি অবস্থা leakage, bondage, marriage
-al an action – একটি কাজ    denial, removal, approval 
-ar one who performs the action – কাজটি যে করে beggar, liar, scholar
-cy state – অবস্থা

quality - বৈশিষ্ট

urgency, emergency, fallacy

accuracy, decency, lunacy

-dom place – জায়গা   

state of being – বিমূর্ত জায়গা/অবস্থান

kingdom, dukedom, earldom

boredom, freedom, stardom

-ee one who performs an action – যে কাজটি করে interviewee, internee, employee, nominee
-er one who performs the action – যে কাজটি করে reader, driver, maker, painter
-hood state of being – বিমূর্ত অবস্থা boyhood, childhood, manhood
-ion condition -  অবস্থা union, opinion
-ism doctrine or belief – মতবাদ/বিশ্বাস marxism, Sufism, egotism
-ist one who is something – নির্দিষ্ট পেশার কেউ dentist, chemist, Marxist, atheist
-ice result of an action – কাজের ফলাফল service, cowardice
-logy theory – তত্ব biology, geology, ecology
-ment condition of an action – কাজের অবস্থা acknowledgement, punishment, agreement  
-on/en/an Doer – কর্তা/মানুষ   artisan, citizen, surgeon
-ness state of being – বিমূর্ত অবস্থা sadness, happiness, rudeness, business 
-nce  state – অবস্থান  

quality – বৈশিষ্ট্য 

abundance, absence, presence

brilliance, endurance, obidience  

-or one who performs the action – যে কাজটি করে creator, supervisor, sailor
-ship relation held – নির্দিষ্ট সম্পর্ক internship, partnership, kinship
-sion state of being – অবস্থান  illusion, inclusion, extension
-tion state of being – অবস্থান creation, information, confirmation 
-tude result of an action – ফলাফল fortitude, magnitude, servitude
-ty quality – বৈশিষ্ট্য

state – অবস্থান

flexibility, sensibility, frailty

serenity, safety, reality

     

Verb Suffixes

-ate Do – করা captivate, annihilate, exterminate 
-en Do – করা  broaden, awaken, strengthen
-er Do – করা   chatter, glitter, glimmer
-ish Do – করা  publish, nourish, punish, banish
-fy Make – বানানো rectify, simplify, amplify
-ize Become – হওয়া humanize, organize, socialize, legalize
     

Adjective Suffixes

-able capable of being – হওয়ার যোগ্য presentable, readable, believable 
-al belonging to – নির্দিষ্ট বৈশিষ্ট্যের অংশ legal, local, mental, mortal, fatal, musical
-ar quality – বৈশিষ্ট্য familiar, regular, circular
-ed quality – বৈশিষ্ট্য gifted, talented, learned, cultured
-en made of – যা থেকে বানানো হয়েছে golden, wooden, woolen, leaden
-ful notable for – উল্লেখযোগ্য beautiful, wonderful, doubtful
-ible capable of – যোগ্য admissible, divisible, sensible
-ic pertaining to – সংক্রান্ত  allergic, mythic, domestic, historic
-ish belonging to – নির্দিষ্ট গোষ্ঠীর অংশ selfish, Turkish, Irish, Polish, childish
-istic characterized by an attribute নির্দিষ্ট একটি আচরণ fantastic, pessimistic, optimistic, sarcastic
-ile having the nature of – একটি বৈশিষ্ট্য সম্বলিত fragile, juvenile, servile
-ian/an belonging to – একটি গোষ্ঠী/দেশ/সময়কালের অন্তর্গত Indian, American, Russian, Victorian
-ive having the nature o f– একটি বৈশিষ্ট্য সম্বলিত creative, punitive, divisive, decisive 
-less Without – ছাড়া fearless, helpless, endless, tireless
-ous characterized by an attribute নির্দিষ্ট একটি আচরণ সম্বলিত studious, pious, religious, joyous 
-y characterized by – বৈশিষ্ট্যময় smelly, healthy, greedy, wealthy

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2025 grammarbd.com All Rights Reserved.